Posts

Showing posts from March 3, 2009

রাইন নদীর তীরে সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝে অবস্থিত মাইক্রোস্ট্যাট লিচেনস্টাইন এর ইতিকথা।

Image
অস্ট্রিয়ান প্রদেশের ভোরেরলবার্গ আর সুইস ক্যান্টনের সেন্ট গালেন,  এর মাঝেই সেন্ট গালেনের সেন্ট্রাল ইউরোপের রাইন নদী। ১১৩০ সালের কাছাকাছি সময়ে হিউগো ভন পেট্রনেল-লিচেনস্টাইনের নির্মিত একটি  দুর্গ আলো ('লেচ') পাথর ('স্টিন') নামে পরিচিত। দ্যা প্রিন্সেস অফ  লিচেনস্টাইন ১৬৯৯ সালে স্কিলেনবারগের জমিগুলি আর   ১৭১২ সালে  ফাডুৎস  কাউন্টি ( County of Vaduz) কিনে ১৭১৯ সালে লিচেনস্টাইনের রণকৌশল গঠনের জন্য তাদের ঐক্যবদ্ধ করেছিলেন।  বিশ্বমানচিত্রে  লিচেনস্টাইন নদীর তীরে অবস্থিত ঠিক বেলারুশ, লেসোথো, নেপাল আর ভুটানের মত একটি স্থলবেষ্টিত দেশ, ইউরোপের চতুর্থতম ক্ষুদ্রতম রাষ্ট্র, যার রাষ্ট্র ভাষা জার্মান, যদিও  আরো দুটি আলেমনিক উপভাষায় দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হয়। লিচেনস্টাইনের ম্যাপ সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে আল্পস কেন্দ্রে অবস্থিত এগারোটি পৌরসভা নিয়ে একটি সংসদীয় ও গণতান্ত্রিক ভিত্তিতে প্রাদেশিক সংসদীয় বংশোশীয় রাজতন্ত্র, বিশ্বের ছয়তম ক্ষুদ্রতম দেশ লিচেনস্টাইন, একটি মাইক্রোস্ট্যাট, এত ছোট যে প্রায় সবাই একে অপরকে জানে। ১৬০ বর্গ ক...