Posts

Showing posts from April 1, 2020

হিচহাইকিং

Image
          ( হিচহাইকিং  এর শুরু) একবার বেলজিয়ামের রাণী আইনস্টাইনকে আমন্ত্রণ জানালেন তাঁর দেশ সফরের। নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য রেল স্টেশনে হাজির হল গাড়ির বহর। কিন্তু কোথায় তিনি? পুরো রেলস্টেশান তন্নতন্ন করে আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না! ফিরে চলল বহর রাজপ্রাসাদের দিকে। কিছুক্ষণ পর সাদাসিধে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির হলেন বিজ্ঞানী আইনস্টাইন। রাণী ব্যাপারটাতে লজ্জিত হলেন। সাথে সাথে ক্ষমা প্রার্থণা করে জানালেন যে, বিজ্ঞানীকে নিয়ে আসার জন্য গাড়ি বহর রেল স্টেশনে গিয়েছিল। কিন্তু তাঁকে না পেয়ে ফিরে এসেছে। ( লিথুয়ানিয়ার ভিলনাসে দাঁড়িয়ে আছি লিফটের অপেক্ষাতে, পোল্যান্ডের ওয়ারশতে যাবার উদ্দেশ্যে) আইনস্টাইন বললেন- আমি ইচ্ছে করেই গাড়ি বহরকে এড়িয়ে গেছি। আর পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে এসেছি। যদি আপনার ঐ রাজকীয় গাড়িতে আসতাম, তবে কি এভাবে বেহালা বাজাতে পারতাম? সাধারণ মানুষের মত শহরটাকে দেখে নিতে পারতাম? হিচ হাইকিং ভ্রমণের একটি সাহসী উপায় এবং অধিকাংশ মানুষ যা মনে করে, প্রকৃতপক্ষে বিপজ্জনক নয় । যদিও আমরা জান