Posts

Showing posts from July 5, 2011

আটশত বছরের ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর স্পেনের আভিলা ভ্রমণ

Image
( আমার আলিকান্তে থেকে মাদ্রিদ হয়ে আভিলা তে যাওয়ার পথে যাত্রা বিরতিতে) বাস স্টেশন শহরের দেয়াল থেকে পাঁচ মিনিট এর হাঁটার পথ, ট্রেন স্টেশন থেকে আরও পাঁচ মিনিট এর দূরত্ব। খারদিন দেল রেক্রেও থেকে দুকে দে আল্বা এর দিকে হেঁটে গেলাম প্লাছা দে সান্তা তেরেসা এর দিকে। এখান থেকেই পুএরতা দেল আল্কাছার এর মাধ্যমে আভিলা তে প্রবেশ করলাম। মনে পড়ল মেস্কিতা দে আভিলার বা আভিলার মসজিদের কথা, ( কাইয়ে গারসিলাসো দে লা ভেগা, ২৬, ০৫০০৩ আভিলা), মনে পরল কি ভাবে মুসলমানরা ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে কিভাবে এই আভিলাকে ভরপুর করে দিয়েছিল ! নগরীর সবচেয়ে বড় ঐতিহাসিক প্রভাবগুলি ইসলামী সংস্কৃতির ! ! মুসলমানরাই ছিলেন অষ্টম শতাব্দী থেকে পনেরশ শতাব্দী পর্যন্ত, আটশত বছর এই আভিলাতে একমাত্র প্রভাবশালী।   ( আভিলাতে ভ্রমণরত অবস্থায় আমি) যখন গেটের ভিতরে দিয়ে প্রবেশ করলাম, বা দিকে , ক্যাথেড্রাল এর দিকে তাকালাম, বা দিকে ঘুরে পেলাম, প্লাছা দে লা ক্যাথেড্রাল এর দিকে। প্রধান বাজারটি পেলাম হাতের বা দিকে, শুক্রবার , প্লাছা দেল মেরকাদো চিকো তে খোলা বাজার , দুপুরের খাবার এর জন্য দুর্দান্ত এক জায়গা। পুর