Posts

Showing posts from April 25, 2019

বসনিয়া ও হার্জেগোভিনার পিরামিড, জলপ্রপাত আর পাথরের বল, ইউরোপ মহাদেশের সর্বশেষ রেইন ফরেস্ট পেরুকিকা রেইন ফরেস্ট এর দেশ বসনিয়া ও হার্জেগোভিনা।

Image
আমার একদিকে অস্ট্রেলিয়ার ক্রিস্টিন ব্রুস আরেকদিকে বসনিয়ার রাটকো নেযেভিক ( Divisional Commander Liaison Team Member NATO HQ ) বসনিয়া ও হার্জেগোভিনার  প্রাচীন পিরামিড এর রহস্যঃ ======================================== ঘটনাটি শুনে অবাক হওয়ার কিছু নেই যে পিরামিড ইউরোপে পাওয়া গেছে, আরো সুস্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়  বসনিয়াতে। ১২,০০০ বছর আগে  বসনিয়া ও হার্জেগোভিনা রাজধানী সারাজেভোর কাছাকাছি রহস্যময় লোকদের দ্বারা নির্মিত হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন পিরামিড, বসনিয়ার ভিসোকো পিরামিড, তরঙ্গ ছড়িয়ে দেয়ার  জন্য মাথায় বিশাল আকারের স্ফটিক টুপি বসানো, মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় পিরামিড। মহাকাশের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যেই  মহাজাগতিক ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতেই মূলত বসনিয়ার  পিরামিডগুলো অদৃশ্য তরঙ্গ রশ্মি নির্গত করে পুরো পৃথিবীতে বিরাজ করত আর  পৃথিবীকে নেটওয়ার্কের মধ্যে রাখা ছাড়াও মহাকাশের দূর দূরান্তে যোগাযোগ রক্ষা করত। পিরামিডগুলো পৃথিবীতে পরিকল্পনা করেই নির্মাণ করা হয়েছিল। যেন প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও মহাজাগতিক তরঙ্গ রশ্মি আচ্ছাদিত করতে পারে। আন্ত: এবং বহির্জাগতিক