দিল্লী ভ্রমণঃ তুঘলুকাবাদ-জাঁহাপনা-ফিরোজাবাদ-দিনপানাহ-শেরগড়-শাহজানাবাদ থেকে দিল্লী ( পর্ব ১ )।
     এ ই সেই দিল্লী..  তুঘলুকাবাদ থেকে  দিল্লী....  জাঁহাপনা থেকে  দিল্লী........  ফিরোজাবাদ থেকে  দিল্লী................  দিনপানাহ থেকে  দিল্লী................................  শেরগড় থেকে  দিল্লী................................................................  শাহজানাবাদ থেকে দিল্লী.............................................................................   ক লকাতা ভ্রমণ লেখার শেষে লিখেছিলাম কলকাতা থেকে দিল্লী ভ্রমণের সচিত্র ভ্রমণকাহিনী লেখার ইচ্ছা রইল কোন একদিন । সেই ইচ্ছেশক্তি থেকেই  লেখার চেষ্টা দিল্লি ভ্রমণঃ তুঘলুকাবাদ-জাঁহাপনা-ফিরোজাবাদ-দিনপানাহ-শেরগড়-শাহজানাবাদ থেকে দিল্লী।   ভা বুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ’ --- ভ্রমণের যথার্থতা ও প্রয়োজনীয়তা মূল্যায়ন করা যায় আল্লামা শেখ সাদী (রহঃ)  এর একটি উক্তি থেকেই।   দি ল্লী ভ্রমণ বিষয়ে   আমার এই লেখাটিও প্রাথমিক স্তরের পর্যটকদের জন্য , এমনকি যারা পাসপোর্ট করেননি, কিন্তু পাসপোর্ট করতে চান আর যেতে চান একা বা পরিবার সহ কম খরচে দেশ ভ্রমণে , তাদের জন্...