Posts

Showing posts from August 10, 2009

রুদা নদীর তীরে "সবুজ" শহর খ্যাত দক্ষিণপশ্চিম পোল্যান্ডের সিলেসিয়ান ভয়েডেডশিপের শহর রিবনিক ভ্রমণ

Image
(    রিবনিকে পোলিশ ব্র্যান্ড  হোস্ট কোম্পানীর অফিসে কোম্পানীর ফাউন্ডার তাদেউসের সাথে আমি)                                                                   ( পোল্যান্ডের মানচিত্র)      ( পোল্যান্ডের পতাকা) পোল্যান্ড !  ইউসুফ চাদিদ , এই পোল্যান্ডেরই পোজনান মসজিদের ইমাম ! !  মুসলিম নাগরিক সমিতির প্রধান টমাস মিস্কোভিচ এই পোল্যান্ডেরই ! ! ! আর আছেন আগাটা নালবোরচিক, ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের ইসলামতত্ববিদ ! ! ! ! ১০ বছর ধরে পোলিশ ক্যাথলিক গির্জার ক্যালেন্ডারে ২৬ জানুয়ারি দিনটি ইসলাম দিবস হিসাবে জায়গা করে নিয়েছে৷ এই পোল্যান্ডেই মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন আর্টুর কনোপাকি৷ প্রায় ১,০০০ বছর আগে পিয়াস্ট রাজবংশের অধীনস্থ রাজ্য হিসাবে পোল্যান্ড সর্বপ্রথম সংগঠিত হয়। ষোড়শ শতকের শেষভাগকে পোল্যান্ডের স্বর্ণযুগ বলা হয়, যখন জাগিয়েলনীয় রাজবংশের অধীনে পোল্যান্ড ইউরোপের সবচেয়ে বৃহৎ, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্র ে পরিণত হয়। ১৭৯১ সালে পোল্যান্ড-লিথুয়ানিয়া কমনওয়েলথের সংসদ, যা সেইম নামে পরিচিত, ইউরোপ মহাদেশের প্রথম রাষ্ট্র হিসাবে মার্কিন সংবিধানের আদলে একটি সংবিধান রচনা ও