কমপ্লেক্স প্রশ্নের কোন বাইনারী উত্তর হয় না ( পর্ব এক ) ঃ সেঙ্গেন ভিসা না দিয়ে এমব্যাসির ভিসা কন্সুলার দ্বারা পাসপোর্টে সিল মারার বিষয়
ভিসা না দিয়ে এমব্যাসির ভিসা কন্সুলার দ্বারা পাসপোর্টে সিল মারার বিষয়ে,সঠিক পরামর্শ সহ দিক নির্দেশনা আপনি পেতে পারেন, শুধুমাত্র সেঙ্গেনভুক্ত যে কোন দেশের ভিসা অফিসার বা ভিসা কন্সুলার বা ভিসা এ্যাসিস্টেন্ট এর কাছ থেকে। তারপরেও দীর্ঘদিনের ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সেঙ্গেন ভিসা না পেয়ে আপনার হতাশ হবার কিছুই নেই। আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে, ভিসা দিতে অস্বীকৃতির ভিত্তিতে যে ব্যাখ্যা, আপনি দূতাবাস থেকে তার লিখিত বিজ্ঞপ্তি পাবেন। আপনি বা আপনার প্রতিনিধি লিখিতভাবে এই নেতিবাচক সিদ্ধান্তের বিরুদ্ধে পুনর্বিবেচনার /পুনঃনিরীক্ষণ এর আবেদন ( রিফিউজ এর ভিত্তিগুলো বিবেচনা করে ) করতে পারেন। এই উদ্দেশ্যে, আপনি বা আপনার প্রতিনিধির ব্যক্তিগত স্বাক্ষর সহ একটি পুনর্বিবেচনার / পুনঃনিরীক্ষণ এর চিঠি ( রিফিউজ এর ভিত্তিগুলো বিবেচনা করে ) দূতাবাসে জমা দিতে হবে। প্রাথমিক আবেদন প্রক্রিয়ার অধীনে এখনো যে সাপোর্টিং নথিগুলো দেওয়া হয়নি পুনর্বিবেচনার / পুনঃনিরীক্ষণ এর চিঠির সাথে সেগুলো সংযুক্ত করতে হবে। বাংলাদেশ থেকে সেঙ্গেন ভিসা পেতে প্রয়োজন শুধুমাত্র দুটি বিষয়ঃ ১। ভিসা আব...