Posts

Showing posts from October 2, 2011

স্পেনের হৃদয় এবং আত্মা নামে পরিচিত মুরদের, বনুকাসি গোত্রের আর তৃতীয় আবদুর রহমানের টলেডো ভ্রমণ ।

Image
  মাদ্রিদ থেকে  টলেডোর পথে বি. দ্র. :  ব্যবসায়িক কাজে আলিকান্তে থেকে মাদ্রিদ গিয়েছিলাম। মাদ্রিদ থেকে আলিকান্তে ফেরার পথে আল্লাহর রহমতে টলেডো ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল। টলেডো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা  এই  ভ্রমণ কাহিনী। আল্লাহ্‌র অশেষ রহমতে  মাদ্রিদের সকল ব্যবসায়িক কাজ সফলভাবে শেষ করেছি। সকালেই ফিরে যাব মাদ্রিদ থেকে ৬০০ কি,মি, দূরে মেডিটারিয়ান সাগরের তীরে স্পেনের একটি শহর আলিকান্তে, সাগরের ঠিক ঐ পাড়ে মরক্কো আর আলজেরিয়া, আলিকান্তে থেকে মরক্কো আর আলজেরিয়া যেতে প্লেনে সময় লাগে ৪৫ মিনিটের মত আর ফেরীতে নৌ পথে  ২ ঘণ্টা। মাদ্রিদ থেকে আলিকান্তে যেতে পথে পড়বে টলেডো। চিত্তাকর্ষক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, স্মরণীয় প্রাচীন শহর টলেডো হল স্পেনের হৃদয় এবং আত্মা।  দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের চিহ্ন। পুরানো পাথরের বিল্ডিং। শতাব্দী ধরে খ্রিস্টান, ইহুদি ও মুসলমানরা "তিনটি সংস্কৃতির নগর" গড়ে তোলেন এবং অ্যারের গির্জা, অভিসন্দর্ভ, প্রাসাদ, দুর্গ, ও মসজিদ নির্মাণ করেন। টলেডো পরিচিত তার ঃ ১। ঐতিহ্যবাহী ডামসেসেন মেটালও...