কলকাতা ভ্রমণ
কলকাতা ভ্রমণ বিষয়ে আমার এই লেখাটি এন্ট্রি লেভেলের ট্রাভেলার বা টুরিস্টদের জন্য , এমনকি যারা পাসপোর্ট করেননি, কিন্তু পাসপোর্ট করতে চান আর যেতে চান একা বা পরিবার সহ কম খরচে দেশ ভ্রমণে , তাদের জন্যও। যারা জানতে চান ভিসা ফি কত? কিভাবে ভিসা করে? কি কি কাগজ লাগে? ভিসা কি দেয়? ডলার এন্ডরস্মেন্ট কি লাগবে? এয়ার টিকেট কত? ইমিগ্রেশনে কি কোন সমস্যা করে? আপনি কি ইন্ডিয়া ভিজিট করেছেন, তাহলে কি ভিসা হয়েছে? আমার এই পোষ্টটি মিড বা টপ লেভেলের ট্রাভেলার বা টুরিস্টরা পড়ে হয়তোবা কোন মজা পাবেন না, আর যে সব তথ্য এখানে পাবেন, তা ,মিড বা টপ লেভেলের ট্রাভেলার বা টুরিস্টরা হয়তোবা আগে থেকেই জানেন। যাদের ইন্ডিয়ান ভ্যালিড ভিসা আছে, বা নিজেরাই ইন্ডিয়ান টুরিস্ট ভিসা প্রসেস করতে পারবেন আর টিকেট করতে পারবেন। কিন্তু কলকাতার আভ্যন্তরীণ ভ্রমণ বিষয়ক কোন তথ্য প্রয়োজন, তারা আমার কলকাতা ভ্রমণের এই অভিজ্ঞতা থেকে অনেক তথ্য পেতে পারেন। ( কলকাতার নিউ টাউনে অবস্থিত মোম শিল্পকর্মের জাদুঘর মাদার’স ওয়াক্স মিউজিয়ামে সবপরিবারে আমি।)...
Comments