Posts

Featured Post

সুচীপত্র

Image
১।  রাইন নদীর তীরে সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝে অবস্থিত মাইক্রোস্ট্যাট লিচেনস্টাইন এর ইতিকথা। ২।  রুদা নদীর তীরে "সবুজ" শহর খ্যাত দক্ষিণপশ্চিম পোল্যান্ডের সিলেসিয়ান ভয়েডেডশিপের শহর রিবনিক ভ্রমণ ৩।  বাল্টিক সাগরের মুক্তো লাটভিয়ার রাজধানী রিগাতে ভ্রমণ ৪।  আটশত বছরের ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর স্পেনের আভিলা ভ্রমণ ৫।  স্পেনের হৃদয় এবং আত্মা নামে পরিচিত মুরদের, বনুকাসি গোত্রের আর তৃতীয় আবদুর রহমানের টলেডো ভ্রমণ । ৬।  কলকাতা ভ্রমণ ৭।  ইসলাম গ্রহণকারী প্রথম মঙ্গোল নেতা ও শাসক গোল্ডেন হর্দের প্রধান বারক খানের দেশ মঙ্গোলিয়া ৮।  কমপ্লেক্স প্রশ্নের কোন বাইনারী উত্তর হয় না ( পর্ব এক ) ঃ সেঙ্গেন ভিসা না দিয়ে এমব্যাসির ভিসা কন্সুলার দ্বারা পাসপোর্টে সিল মারার বিষয় ৯।  কমপ্লেক্স প্রশ্নের কোন বাইনারী উত্তর হয় না ( পর্ব দুই ঃপাসপোর্টে ডলার এন্ডোরসমেন্ট ১০।  সেলজুক আর অটোম্যান সাম্রাজ্যের তুরস্ক, সুলেমান থেকে এরদোগান আর শাহ সুলতান কমরুদ্দিন রুমী থেকে ডেনিজ। ১১।  আমার আমি আমিতে- ভূমধ্য, ...

৫২ শতাংশ বনভূমি, অনাবৃত, অনন্য এক ইউরোপীয় রত্ন বাল্টিক দেশ এস্তোনিয়ার রাজধানী, স্কাইপি আর হট্মেইলের মত দুর্দান্ত আবিষ্কারের জন্মস্থান, তাল্লিনে।

Image
অধিকাংশ হিচহাইকাররা নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবুরগ, ফ্রান্স, স্পেন আর জার্মানিতে হিচ হাইকিং করার কারণেই খুব কম লোকই তাদের ভ্রমণপথে এস্তোনিয়াকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করে। অথচ এস্তোনিয়া সত্যই এক ইউরোপীয় রত্ন। অনাবৃত, অনন্য এবং আন্ডাররেটেড বাল্টিক এই দেশটি অবশ্যই অবশ্যই দেখার জন্য আপনার লক ডাউন পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে। 🇪🇪 🇪🇪 🇪🇪 বহুবার ভ্রমণ করার পরেও যে কারণে এস্তোনিয়া আবারো আমার লক ডাউন পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে যাচ্ছে। প্রত্যাশা, অন্যান্য হিচ হাইকাররাও এস্তোনিয়াতে আমার সফরসঙ্গী হিসেবে আপনাদের পরবর্তী ভ্রমণ গন্তব্যে পেতে পারি। আবারো সম্ভাব্য রুট হতে পারেঃ ঢাকা থেকে কিরঘিস্থান - বিশকেক-দুশানবে-তাশকেন্ত-সমরখন্দ-বুখারা-আশগাবাত- নুর সুলতান-চেলিয়াবিন্সক-উফা-সামারা-ভল্গোগ্রাদ-কাজান-নিজনিনভোগরদ-ভ্লাদিমির- মস্কো-সেইন্ট পিটারসবারগ - নারভা- টারটু- তাল্লিন-ঢাকা। নির্বিশেষে আবারো এস্তোনিয়াতে উপভোগ করার জন্য আমার জন্য কিছু না কিছু থাকবেই। এস্তোনিয়াতে বিভিন্ন ধরণের আকর্ষণ রয়েছে। বুনো বেরি খাওয়া জন্য বন জঙ্গলের মাঝেই হাইকিং করা আবার পরের দি...

হিচহাইকিং

Image
          ( হিচহাইকিং  এর শুরু) একবার বেলজিয়ামের রাণী আইনস্টাইনকে আমন্ত্রণ জানালেন তাঁর দেশ সফরের। নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য রেল স্টেশনে হাজির হল গাড়ির বহর। কিন্তু কোথায় তিনি? পুরো রেলস্টেশান তন্নতন্ন করে আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না! ফিরে চলল বহর রাজপ্রাসাদের দিকে। কিছুক্ষণ পর সাদাসিধে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির হলেন বিজ্ঞানী আইনস্টাইন। রাণী ব্যাপারটাতে লজ্জিত হলেন। সাথে সাথে ক্ষমা প্রার্থণা করে জানালেন যে, বিজ্ঞানীকে নিয়ে আসার জন্য গাড়ি বহর রেল স্টেশনে গিয়েছিল। কিন্তু তাঁকে না পেয়ে ফিরে এসেছে। ( লিথুয়ানিয়ার ভিলনাসে দাঁড়িয়ে আছি লিফটের অপেক্ষাতে, পোল্যান্ডের ওয়ারশতে যাবার উদ্দেশ্যে) আইনস্টাইন বললেন- আমি ইচ্ছে করেই গাড়ি বহরকে এড়িয়ে গেছি। আর পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে এসেছি। যদি আপনার ঐ রাজকীয় গাড়িতে আসতাম, তবে কি এভাবে বেহালা বাজাতে পারতাম? সাধারণ মানুষের মত শহরটাকে দেখে নিতে পারতাম? হিচ হাইকিং ভ্রমণের একটি সাহসী উপায় এবং অধিকাংশ মানুষ যা মনে করে, প্রকৃতপক্ষ...

বসনিয়া ও হার্জেগোভিনার পিরামিড, জলপ্রপাত আর পাথরের বল, ইউরোপ মহাদেশের সর্বশেষ রেইন ফরেস্ট পেরুকিকা রেইন ফরেস্ট এর দেশ বসনিয়া ও হার্জেগোভিনা।

Image
আমার একদিকে অস্ট্রেলিয়ার ক্রিস্টিন ব্রুস আরেকদিকে বসনিয়ার রাটকো নেযেভিক ( Divisional Commander Liaison Team Member NATO HQ ) বসনিয়া ও হার্জেগোভিনার  প্রাচীন পিরামিড এর রহস্যঃ ======================================== ঘটনাটি শুনে অবাক হওয়ার কিছু নেই যে পিরামিড ইউরোপে পাওয়া গেছে, আরো সুস্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়  বসনিয়াতে। ১২,০০০ বছর আগে  বসনিয়া ও হার্জেগোভিনা রাজধানী সারাজেভোর কাছাকাছি রহস্যময় লোকদের দ্বারা নির্মিত হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন পিরামিড, বসনিয়ার ভিসোকো পিরামিড, তরঙ্গ ছড়িয়ে দেয়ার  জন্য মাথায় বিশাল আকারের স্ফটিক টুপি বসানো, মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় পিরামিড। মহাকাশের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যেই  মহাজাগতিক ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতেই মূলত বসনিয়ার  পিরামিডগুলো অদৃশ্য তরঙ্গ রশ্মি নির্গত করে পুরো পৃথিবীতে বিরাজ করত আর  পৃথিবীকে নেটওয়ার্কের মধ্যে রাখা ছাড়াও মহাকাশের দূর দূরান্তে যোগাযোগ রক্ষা করত। পিরামিডগুলো পৃথিবীতে পরিকল্পনা করেই নির্মাণ করা হয়েছিল। যেন প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও মহাজাগতিক তরঙ্গ রশ্...