কমপ্লেক্স প্রশ্নের কোন বাইনারী উত্তর হয় না ( পর্ব দুই ) ঃ পাসপোর্টে ডলার এন্ডোরসমেন্ট
হায়রে বাংলাদেশী!আমরা বাংলাদেশীই রয়ে গেলাম,ট্রাভেলার বা ট্যুরিস্ট হতে পারলাম না !
হ্যা, অনেকেই বাংলাদেশ থেকে ৫০০০ টাকারও অনেক বেশী বাংলাদেশী টাকা নিয়ে যায়, ভারতীয় মুদ্রাও নিয়ে যায় আর অভিজ্ঞরাও অনেক উৎসাহ দেয়ঃ
কিভাবে ইউএস ডলার না নিয়ে বাংলাদেশ থেকে ৫০০০ টাকারও অনেক বেশী বাংলাদেশী টাকা নিয়ে যাওয়া যায়! কিভাবে ভারতীয় মুদ্রা নেওয়া যায় ! ! আবার তারা সবাই গর্বের সাথে তা পাবলিসিটিও করে, হু! হু ! ! ডলার এন্ডোরস ছাড়াই বিদেশ ঘুরে এসেছি ! রুপি নিয়ে গিয়েছি ! কিসসুউউউউউ হয়নি ! এটা কোন ব্যাপারই না। হা! হা !! হা ! ! !
অনেকেরই বিশেষ করে যারা প্রথমবার বিদেশ ভ্রমণ ( ভারতের ভ্রমণের ক্ষেত্রে বেশী প্রযোজ্য) করতে যায়, তাদের প্রশ্ন থাকেঃ
১। dollars ki embassy te show korte hoy????
২। ডলার এনডোর্স এর ম্যাক্সিমাম ভ্যালিডিটি কতদিন?
৩। আমি কাল রাতে স্টুডেন্ট ভিসায় ইন্ডিয়া যাচ্ছি ।...আমি ভিসা করার সময় ব্যাংক স্টেটমেন্ট দিছি।...আমার ৬ মাস আগে ২০০ ডলার এন্ডোর্স করা ছিল কিন্তূ কালকের জন্য ডলার কিনা নাই.... আমি কি কালকে শুধু ৫০০০ বাংলা টাকা নিয়ে যেতে পারবো?
৪। সার্ক এর দেশ যেমন নেপাল ভ্রমন করতে গেলে ১০০০-২০০০ ডলার এর জন্য কি এনডোর্স করানোর দরকার আছে?
৫। আমি এন্ডোরস করা ডলার ছাড়া কিছু ক্যাশ টাকা নিয়ে যাব কিভাবে নিলে সেফ হবে?
৬। আমি শুনেছিলাম সার্ক ভ্রমনে ৫০০০ ডলার পর্যনত এটার দরকার হয় না
৭। ami sonechilam 5000 usd porjonto Endorse na koraleo hoi.
৮। Bt 1000-2000 usd er jonnu o korate hoi naki na korleo cholbe?
৯। বাকিটা হিডেন থাকলে প্রবলেম হবে না? আর বেনাপোল এবং ওই পারে জোর করে টাকা রাখে ক্যান কাসটমস এর ওরা???
১০। dollar endorse er bisoy ta bolben?
১১। ekjoner statement e ki sobar hbe?
১২। এটা কি প্রতিবার যাবার সময় সর্বচ্চ নিতে পারব না বৎসরে নিতে পারব?
১৩। ডলার এন্ডোর্স এর বিষয় টা ও জানার ছিল..
১৪। সর্বনিম্ন কত ডলার এনডোর্স করা যাবে ইন্ডিয়া যাবার জন্য? (উল্লেখ্য আমি স্টুডেন্ট
১৫। Bank Statment দিয়ে ভিসা করলে ভারত যাওয়ার সময় কি ডলার এন্ডোরস করতে হবে?
১৬। ২. (ব্যাংক স্টেটমেন্ট/ডলার এনডোর্সমেন্ট) এর পরিবর্তে ক্রেডিট কার্ড এনডোর্স করালে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পাওয়া যাবে কিনা?
১৭। ভাই কোন টাকা এন্ডরস না করালে, সব বাংলা টাকা নিলে প্রব্লেম??
১৮। Bank statement thakle ki abar dollar endrosment lage naki? Ekta holeito hoy!
১৯। ৩৫০ টাকা দিয়ে ডলার এন্ডোর্স করে ইন্ডিয়ান ভিসা নিয়েছি, এখন (আসল) ডলার কিনব। ডলার কিনলে কি সেটা আবার এন্ডোর্স করা লাগবে? যে কারও কাছ থেকে ডলার কিনে নিলে হবে?
অনেক অভিজ্ঞ, বুদ্ধিমান ট্যুরিস্ট আর ট্রাভেলাররা এই নতুনদের উৎসাহ দিয়ে থাকেন এই বলেঃ
১। কোন সমস্যা নেই। দেখেনা ওরা। দেখতে চাইলে ভাজ করা ডলার দেখাবেন। এর পরও যদি সমস্যা করে ১০০/- দিয়ে দিন
২। Bank statement dile r endorse lage na.
৩। কোন সমস্যা নাই দুইশ টাকায় সব মুসকিল আছান
৪। ২00 dollars endorse koran. Money exchange e 200-300 taka nibe. Apni 1000-2000 dollars niya jan kono problem nai
৫। Kono problem nai. Random check kore. Dekhte chaile 200 dollars dekhai diben. Khela sesh.
৬।Kolkata...hole..bangla...taka..nile..o somossa..neo..India..airport..a neme..e kine...nite...parben..don't.worry.
৭। ভিসার পরে এন্ডোর্সমেন্ট করতে হয় না।
৮। Dollar mandatory na . taka theke rupi te convert korte parben border e easily. Rate o Valoi dey usually.
৯। ২০০ টাকা ঘুষ দিবেন কোন সমস্যা হবে না.
১০। কোন সমস্যা নেই। দেখনা ওরা। দেখতে চাইলে ভাজ করা ডলার দেখাবেন। এর পরও যদি সমস্যা করে ১০০/- দিয়ে দিন
১১। Bank Statement করে থাকলে Dollar Endorsement কেন করবেন?
১২। but border a check korle endorsed poriman dollar dekhate hobe, na hole ora jhamela kore, jodio 100 -200 taka speed money dilei kaj hoye jay
অথচ প্রচলিত আইন অনুযায়ী একজন নাগরিক বৈধভাবে বিদেশ ভ্রমণে গেলে তাকে অবশ্যই ভ্রমণের আগে পাসপোর্টে ইউ এস ডলার এন্ডোরস করে নিয়ে যেতে হয়। যে মুদ্রাগুলো ভ্রমণকারী সেই দেশে খরচ করবে। ঐ দেশে গিয়ে আবার এই ইউ এস ডলারগুলো লোকাল কারেন্সীতে কনভার্ট করে নিবে লোকাল মানি একচেঞ্জ থেকে। এটাই নিয়ম।
ইউ এস ডলার না কিনেও আমি অনেক সময় আমার ক্রেডিট কার্ডও আমার পাসপোর্টে এন্ডোরস করে নিয়ে গিয়েছি।ক্রেডিট কার্ড দিয়ে পাসপোর্টে এন্ডোরস করার সুবিধা পেয়েছি, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হিসেবে বারবার এন্ডোরসমেন্ট করাতে হয়নি, ১ বছর মেয়াদ পেয়েছি।ক্রেডিট কার্ড দিয়ে এন্ডোরসমেন্টের মেয়াদ থাকা অবস্থায় এন্ডোরসমেন্ট ছাড়াই ট্রাভেল করেছি পরবর্তী এক বছর।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে নতুন নির্দেশনা সংবলিত সার্কুলার অনুযায়ী ভিসা সহ বা ছাড়া ভ্রমণ করা যায় এমন দেশে যেতে আগ্রহী পাসপোর্টধারী একজন বাংলাদেশি নাগরিক সার্কভুক্ত দেশ ভ্রমণের জন্য বছরে পাঁচ হাজার ডলার পর্যন্ত এবং সার্কের বাইরে সাত হাজার ডলার পর্যন্ত (মোট ১২ হাজার ডলার) ব্যাংক থেকে নিতে পারবে।
অনুমোদিত ডিলার ব্যাংক ভিসা ছাড়া যেসব দেশ বা অঞ্চলে ভ্রমণ করা যায় সেসব দেশে যেতে আগ্রহী কোনো বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের বিপরীতে অন্যান্য শর্ত পরিপালন সাপেক্ষে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের জন্য প্রযোজ্য অব্যবহৃত বার্ষিক ভ্রমণ কোটার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করাতে পারবে। তবে ওই সব দেশ ভ্রমণের ক্ষেত্রে পোর্ট এন্ট্রি বা অন অ্যারাইভাল পদ্ধতিতে ভিসা পাওয়ার বিষয়টি অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে গ্রাহক। তবে ভ্রমণ ইচ্ছুক ব্যক্তির পাসপোর্টের কমপক্ষে ছয় মাস মেয়াদ না থাকলে মুদ্রা ছাড় করবে না ব্যাংক।
ভিসা ছাড়া ব্যাংক থেকে একবার ডলার এনডোর্স করার পর ওই গ্রাহক পরেরবার যখন বিদেশে যাওয়ার জন্য ডলার এনডোর্স করতে আসবে তখন আগেরবারের নেওয়া ডলার যথাযথভাবে খরচ হয়েছে কি না তা জানতে চাইতে পারে অনুমোদিত ডিলার ব্যাংক।
বাংলাদেশী মুদ্রা পাসপোর্টে এন্ডডোর্স হয় না। সবোর্চ্চ ৫,০০০ টাকা সঙ্গে রাখা যাবে। অতিরিক্ত টাকা থাকলে, বহির্গমণকালে ডিপার্টিং বন্দরের যেকোন অথরাইজড ডিলার/ব্যাংক থেকে বিদেশী মুদ্রায় কনভার্ট করে পাসপোর্টে এনডোর্স করে নিতে হবে। ৫০০০ টাকার অতিরিক্ত বহন করা যাবে না।
স্থল বা বিমান যে কোন বন্দরের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা যেভাবেই ( ব্যাগে বা হাতে, বা পকেটে বা কার্ডে) নেয়া হোক না কেন পাসপোর্টে এনডোর্সমেন্ট করতেই হবে।
১। বাংলাদেশে আসার সময় এনডোর্সমেন্ট ছাড়াই যে কোন অংকের বৈদেশিক মুদ্রা সঙ্গে আনা যাবে। ৫,০০০ ইউএস ডলার বা তার সমমূল্যের বৈদেশিক মুদ্রার অধিক হলে নির্ধারিত FMJ ফরমে শুল্ক কর্তৃপক্ষের নিকট ঘোষণা দিতে হবে! এই ঘোষনা খরচবিহীন, ঝামেলা বিহীন।
২। বাংলাদেশ থেকে যাওয়ার সময় ভ্রমণ কোটা অনুযায়ী পাসপোর্টে এনডোর্স করে নিতে হবে। এনডোর্সমেন্ট ছাড়া নেয়া যাবে না।
তবে কূটনীতিকরা, প্রিভিলেজড ব্যক্তিরা, জাতিসংঘের কর্মীরা আর সরকারী কর্মকর্তারা অফিসিয়াল কাজে ভ্রমণের ক্ষেত্রে এনডোর্সমেন্ট এর প্রয়োজন হয়না।
২ক) ট্যুরিজ্মের ক্ষেত্রেঃ
- ১২ হাজার ইউএস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা / বছর
- সার্কভুক্ত দেশ এবং মিয়ানমার ভ্রমণে ৫ হাজার ইউএস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা / বছর
- অন্যান্য দেশ = ৭ হাজার ইউএস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা / বছর
২খ) ট্রিটমেন্টের ক্ষেত্রেঃ
১০,০০০ ইউএস ডলার পর্যন্ত। অতিরিক্ত মুদ্রার অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে যেকোন অথরাইজড ব্যাংককে প্রয়োজনীয় কাজগপত্রের প্রয়োজন সাপেক্ষে।
২গ) পড়াশুনার জন্যঃ
টিউশন ফি, হোস্টেল ফি সহ অন্যান্য খরচ এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ মুদ্রা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো যায়। আর যাবার সময় ট্যুরিজ্মের মতই নেওয়া যায়।
অপ্রাপ্তবয়স্কদের জন্য উপরে উল্লেখিত পরিমাণের ৫০% পর্যন্ত ইউএস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা / বছর পাসপোর্টে এনডোর্স করা যায়।
বছরের প্রথম ভ্রমণেই প্রাপ্যতার পুরোটা নিয়ে রওয়ানা হয়ে ফিরে এসে অব্যায়িত মুদ্রা অথরাইজড ডিলার/ব্যাংকে ক্যাশ করে এবং রসিদ (এনক্যাশমেন্ট সার্টিফিকেট) সংগ্রহে রাখলে পরবর্তি ভ্রমণে কোটা এডজাস্টমেন্টে সহায়ক হয়।
সূত্রঃ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার নং-এফই-০১/২০০৪-বিবি, তারিখঃ ৩০/০১/২০১৪ খ্রিঃ। সার্কুলার নং ১৭, তারিখ ০৬/০৪/২০১৪ এফইফিডি (এলডিএ)১৪৩১/২০১৪, তারিখ ৩০/০৬/২০১৪ খ্রিঃ এবং এফই সার্কুলার ০২/২০১৫ তারিখ ১১/০২/২০১৫ খ্রিঃ
আশা করি অনভিজ্ঞ নতুন ভ্রমণকারীরা এন্ডোরসমেন্ট সম্পর্কিত তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন উপরের লেখাগুলো থেকে।
আর যারা অভিজ্ঞ পুরাতন লিজেন্ড ভ্রমণকারী, তারা যদি উপরের লেখা থেকে কোন তথ্যগত ভুল পান, তবে দয়া করে কমেন্টের / মেইলের / ইনবক্সের মাধ্যমে রেফারেন্সসহ জানাবেন, সংশোধন করে নিব আর চিরকৃতজ্ঞ থাকব।
আর যারা অভিজ্ঞ পুরাতন লিজেন্ড ভ্রমণকারী, তারা যদি উপরের লেখা থেকে কোন তথ্যগত ভুল পান, তবে দয়া করে কমেন্টের / মেইলের / ইনবক্সের মাধ্যমে রেফারেন্সসহ জানাবেন, সংশোধন করে নিব আর চিরকৃতজ্ঞ থাকব।
Comments