আমার আমি আমিতে- ভূমধ্য, বালেয়ারীয় আর আলবোরান এই তিন সাগরের পাড়ে স্পেনের আলিকান্তে ( পর্ব ১ )

স্পেন সম্পর্কে এটি আমার তৃতীয় লেখা। 

এর আগে লিখেছিলামঃ
১। স্পেনের হৃদয় এবং আত্মা নামে পরিচিত মুরদের, বনুকাসি গোত্রের আর তৃতীয় আবদুর রহমানের টলেডো ভ্রমণ ।
-  www.somewhereinblog.net এ ১৮ বার পঠিত হয়েছে।
- www.shiblysadiq.blogspot.com এ ভিউয়ার ৩৯২
- অনুভ্রমণে প্রকাশিত স্পেনের হৃদয় এবং আত্মা: টলেডো তে  ৪৪২ টি লাইক আর  ৫টি কমেন্ট

২। আটশত বছরের ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর স্পেনের আভিলা ভ্রমণ
-  www.somewhereinblog.net এ ৩৫ বার পঠিত হয়েছে।
- www.shiblysadiq.blogspot.com এ ভিউয়ার ২৬৬৬


টলেডো আর আভিলার  শেষে , এবারের লেখাটি স্পেনের আলিকান্তে নিয়ে।



কোন এক রোদঝলমলে  শীতের দুপুরে আলিকান্তে এয়ারপোর্ট থেকে  ভায়া এ-৭০ / এ-৩১ / এন-৩৩৮ হয়ে মাত্র ১৭ থেকে ১৮ মিনিটের কার ড্রাইভ, এভিনিদা খোয়ান সানচিজ কান্দেলায়  উপরের
তিনটি ছবি ! 
তিনটি ভিন্ন পোষাকে ! !  
তিনটি ভিন্ন মুহূর্তে ! ! ! 
একই এপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে  আমার নিত্য নতুন স্বরূপে, আমিতে আকাঙ্ক্ষিত নতুন মহিমায়  বোকা, আনস্মার্ট আর অগোছালো  আমিই সম্পূর্ণ নতুন করে ---- আমার আমি আমিতে ......
তিনটি ছবির পেছনেই একই দৃশ্য। সুউচ্চ ভবন, তার পেছনে মাউন্ট বেনাকান্তিল। এই মাউন্ট বেনাকান্তিলের উপরে বসা, সান্তা বারবারার দুর্গ । দুর্গটি আলিকান্তে শহরের রক্ষকের মত দাঁড়িয়ে আছে  । 
 মাউন্ট বেনাকান্তিলের পাশেই ভূমধ্যসাগর বা মেডিটারেনিয়ান সী। দক্ষিণ ইউরোপ, আফ্রিকার উত্তর উপকূল এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার মধ্যে প্রায় ল্যান্ডলাকড সমুদ্র। এটি জিব্রাল্টারের স্রোত দ্বারা সংযুক্ত, সুয়েজ খাল দ্বারা লাল সাগর এবং কালো সাগর দিয়ে ডারডেনেলস, মারমারা সাগর এবং বসপোরাস দ্বারা সংযুক্ত। এই সাগরের পশ্চিম-পূর্ব উপকূল বরাবর রয়েছে স্পেন, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, মোনাকো, মোন্টেনেগো, আলবেনিয়া, গ্রিস এবং তুরস্ক। উত্তর থেকে দক্ষিণ উপকূল বরাবর রয়েছে- সিরিয়া, লেবানন, ইস্রায়েল। পশ্চিম থেকে পূর্ব উপকূল বরাবর রয়েছে মোরোক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, মিশর। এই সাগরের প্রধান দ্বীপদেশ হলো- মাল্টা, সাইপ্রাস, উত্তর সাইপ্রাস।

এই ভূমধ্যসাগর বা মেডিটারেনিয়ান সী  আবার যখন ইতালীয় উপদ্বীপ এবং সিসিলি, সার্দিনিয়া ও কর্সিকা দ্বীপগুলি ঘেঁসে গিয়েছে, তখন নাম ধারন করেছে তিররেনীয় সাগর বা টেরেনিয়ান সী নামে। তিররেনীয় সাগর ভূমধ্যসাগরের একটি অংশ। এটিকে ইতালীয় উপদ্বীপ এবং সিসিলি, সার্দিনিয়া ও কর্সিকা দ্বীপগুলি আংশিকভাবে ঘিরে রেখেছে। এর উত্তরে লিগুয়ারীয় সাগর। তিররেনীয় সাগর মেসসিনা প্রণালীর মাধ্যমে আয়োনীয় সাগরের সাথে সংযুক্ত। 
আবার এই ভূমধ্যসাগর বা মেডিটারেনিয়ান সী যখন তিররেনীয় সাগর বা টেরেনিয়ান সী কে সাথে নিয়ে যখন বালেয়ারীয় দ্বীপপুঞ্জ ও আইবেরীয় উপদ্বীপের মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় জলভাগে মিশে গিয়েছে, তখন নাম ধারণ করেছে   বেলিয়ারিক সী বা  বালেয়ারীয় সাগর । বালেয়ারীয় সাগরের একাংশ কাতালান সাগর নামেও পরিচিত। এই সাগরে স্পেনের এব্রো নদী পতিত হয়েছে।

এই ভূমধ্যসাগর বা মেডিটারেনিয়ান সী যখন তিররেনীয় সাগর বা টেরেনিয়ান সী  আর বেলিয়ারিক সী বা  বালেয়ারীয় সাগরকে সাথে নিয়ে ভূমধ্য সাগরের পশ্চিমাংশে অবস্থিত, এবং উত্তর আফ্রিকা এবং আইবারিয়ান উপদ্বীপের মধ্যে গিয়ে মিশেছে , তখন নাম ধারন করেছে আলবোরান   সাগর নামে । আলবোরান সাগর দক্ষিণে মরক্কো ও আলজেরিয়া, উত্তর স্পেন এবং জিব্রাল্টার পশ্চিমে বিস্তৃত। জিব্রাল্টারের স্রোতে অ্যালবোরান সমুদ্রের পশ্চিমাংশটি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে এবং পূর্ব অংশে কেপ দ্য গতা (স্পেন) কেপ ফগালো (আলজেরিয়া) সাথে সংযোগ করে। অ্যালবোর উপকূলে একাধিক দেশের প্রায় ৭৬৫ মাইল বিস্তৃত: স্পেনের ৩৫৫ মাইল, মরোক্কোতে ৩৩৫মাইল এবং আলজেরিয়া ৭৫মাইল। তিনটি দেশে উপকূলে সত্ত্বেও, স্পেন মরক্কোর এবং আলজেরিয়াতে আলবোরান সাগর উপকূলে নিয়ন্ত্রণ নিয়েছে। 
আলিকান্তে প্রদেশের আর পূর্ব স্পেনের কোস্টা ব্লাঙ্কার রাজধানী এই আলিকান্তে শহর।  এর উদ্দীপনা ও চিত্তাকর্ষকতার কারণে জর্জ ওয়াশিংটন মন্টগোমারি, কার্লোস আরনিচেচ, গ্যাব্রিয়েল মিরো, মিগুয়েল হার্নান্দেজ আর রিকার্ডো ললোকার মত বিশ্বখ্যাত অনেক লেখক ও কবিকে তাদের কাজে  অমর করে তুলেছে। 
আলিকান্ত বা 'আলাকান্ত' শুধুমাত্র একটি শহর নয় বরং এটি স্পেনের কোস্টা ব্লাঙ্কার একটি বন্দর। শহরটি স্পেনের অষ্টম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা  এবং মাত্র ৭০০০ বছর ধরে  এখানে মানুষের বসবাস, যখন প্রথম শিকারী-গোষ্ঠী এই উপকূলীয় শহরে এসেছিল। আজ, এটি একটি সমৃদ্ধ পর্যটক স্পট, প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্পট পরিদর্শন করে এবং অত্যাশ্চর্য সৈকত, কিছু বিখ্যাত রেস্তোরাঁয় তাদের ছুটির দিন কাটায়। শহরটিতে বিশাল মধ্যযুগীয় দুর্গ রয়েছে । সকালে জাদুঘর আর বিকালে ভুমধ্যসাগরের পরিচ্ছন্ন পানিতে সাঁতার কাটা, যার একপাশে স্পেন আর অন্য পাশে মরক্কো। অত্যাধুনিক ট্রাম নেটওয়ার্ক এক আকর্ষণ থেকে আর এক আকর্ষণের মাঝে এক ব্রীজ তৈরী করে।

যারা স্পেনের ভিসা প্রসেসিং আর খরচ সম্পর্কে জানতে চান, তারা  পূর্বে প্রকাশিত আমার ট্র্যাভেল ব্লগে  লেখা  নিচের এই দুটি আর্টিকেল পড়তে পারেন, যেখানে সেঙ্গেন ( সি টাইপ, শর্ট টার্ম ) টুরিষ্ট /  ভিজিট /  বিজনেস ভিসা সম্পর্কে বিস্তারিত লিখেছিঃ

১। রুদা নদীর তীরে "সবুজ" শহর খ্যাত দক্ষিণপশ্চিম পোল্যান্ডের সিলেসিয়ান ভয়েডেডশিপের শহর রিবনিক ভ্রমণ

২। বাল্টিক সাগরের মুক্তো লাটভিয়ার রাজধানী রিগাতে ভ্রমণ।

এছাড়াও  আলিকান্তেতে আছে জার্মানির পরে দ্বিতীয় বারের মত ইমিগ্রেশন ভিসা, ইনভেষ্টর ভিসা আর ব্লু কার্ডের অভিজ্ঞতা।

স্পেনে এসেছি  বেলজিয়াম থেকে বাসে, গ্রীস থেকে বিমানে সহ আরো নানা ভাবে। অধিকাংশবারই মাদ্রিদের  এই বারাখাসে এসেছি, এরপরে এখানে থেকে স্পেনের নানা জায়গাতে গিয়েছি, বিশেষ করে আলিকান্তে । গ্রীস থেকে ওয়ান ওয়ে টিকেট কেটে এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে এসেছিলাম  স্পেনের মাদ্রিদের অ্যাডলফো সুয়ারেজ মাদ্রিদ-বারাখাস বিমানবন্দর, যা সাধারণত মাদ্রিদ-বারাজাস বিমানবন্দর নামে পরিচিত, স্পেনের মাদ্রিদকে পরিবেশনকারী প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর।

এটি  ইউরোপের বৃহত্তম বিমানবন্দর।  এটি দেশের বৃহত্তম এবং ব্যস্ততম এবং ইউরোপের ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর। ১৯২৮ সালে এয়ারপোর্টটি খোলা হয়েছিল এবং এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান কেন্দ্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। মাদ্রিদের শহর সীমাগুলির মধ্যে অবস্থিত, এটি শহরটির আর্থিক জেলা থেকে মাত্র ৯ কিলোমিটার  এবং মাদ্রিদের ঐতিহাসিক কেন্দ্রে পুয়ের্তা ডেল সোল বা প্লাজা মেয়র ডি মাদ্রিদের ১৩ কিলোমিটার  উত্তর-পূর্বে অবস্থিত। বিমানবন্দরের নাম বারাখাসের  নিকটবর্তী জেলা থেকে এসেছে,  বিমানবন্দরটির  একই রেল লাইনের নিজস্ব মেট্রো স্টেশন রয়েছে। বারাখাস ইউরোপ এবং বিশ্বের বাকি অংশ থেকে ইবেরিয়ান উপদ্বীপের গেটওয়ে হিসাবে কাজ করে এবং এটি ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ সংযোগ। বিমানবন্দর ইবেরিয়া প্রাথমিক হাব এবং রক্ষণাবেক্ষণ বেস। এয়ারপোর্টটিতে টি ১, টি ২, টি ৩, টি ৪ এবং টি ৪ এস নামক পাঁচটি যাত্রী টার্মিনাল রয়েছে।


মাদ্রিদের অ্যাডলফো সুয়ারেজ মাদ্রিদ-বারাখাস বিমানবন্দর থেকে বিমানে, বাসে আর ট্রেনে - এই তিনভাবেই আলিকান্তে আসা যায়।


 

Air Europa, Iberia আর Vueling  এই তিনটি এয়ারলাইন্স মাদ্রিদ থেকে আলিকান্তে যায়। প্রতিদিন ৫টিরও বেশী ফ্লাইট আছে। ১ঃ১৫ মিনিট সময় লাগে,  কিছু ফ্লাইটে ১ঃ৩০ মিনিট 
সময় লাগে। আবার কিছু কানেক্টিং ফ্লাইটও আছে , সেভিয়া, পাল্মা দে মায়রকা, বিলবাও অথবা বার্সেলোনা হয়েও যায়, সেক্ষেত্রে সময়টা লাগে বেশী। ৩৯ ইউরো থেকে শুরু ওয়ান
ওয়ে, আবার কখনো কখনো ২০ ইউরো তে  ওয়ান ওয়ে টিকেট পাওয়া যায়, আবার ৫০ ইউরো বা ৮০ ইউরো লাগে। আলিকান্তে অবস্থিত এই এয়ারপোর্টটি একটি আন্তর্জাতিক 
এয়ারপোর্ট।
 





মাদ্রিদ থেকে আলিকান্তে Renfe ট্রেনে যাওয়া যায়। প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে  আর রাতে মাদ্রিদের পোয়েরতা দে আতোচা, চামারতিন, আতোচা সেরকানিয়াস, 
নুয়েভুস মিনিষতেরিওস, বারাখাস, ভিয়াভেরদে বাখো, প্রিন্সিপে পিও, রামন ই কাখাল আর রেকোলেটোস ট্রেন  ষ্টেশন থেকে ট্রেন আলিকান্তের পথে যাত্রা শুরু করে। 
প্রতি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায়।  এয়ারপোর্ট থেকে বেড়িয়েই ট্রেনের টিকেট কাটলে দাম পড়বে ১১০.৫০ ইউরো। যদি এক রাত মাদ্রিদে থেকে 
পরের দিন সকালের টিকেট কাটনে, সকালে তিনটি ট্রেন পাবেন ৭ঃ৪৫ ( আলিকান্তে পৌঁছুবে ১০ঃ২০ ), ৯ঃ২৫ ( আলিকান্তে পৌঁছুবে ১১ঃ৪৭ ) আর  ১০ঃ৪৫ 
( আলিকান্তে পৌঁছুবে ১৩ঃ২০ ), তবে ৯ঃ২৫ এর ট্রেনে খরচ পড়বে ৫৯.৬৫ ইউরো জন প্রতি ওয়ান ওয়ে। কিন্তু মাদ্রিদের পৌঁছে যদি ৪৮ ঘন্টা পরে  দুপুরে  আলিকান্তে 
যেতে চান, তবে ওয়ান ওয়ে তে খরচ হবে ৩১ থেকে ৪০ ইউরো।





যখন গ্রীস  এর  এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে মাদ্রিদের অ্যডলফো সুয়ারেজ মাদ্রিদ বারাখাস বিমানবন্দর এসেছিলাম, তখন পরিকল্পনা করেছিলাম এবার ট্রেনে নয়, বিমানে নয়, বাসে করে আলিকান্তে যাব। ডিপারচার হল থেকে বেড়িয়েই পেয়ে গেলাম  আলসা এর  
বাসের কাউন্টার।   টিকেট কেটেই উঠে পরলাম আলসা এর বাসে আলিকান্তে যাবার  জন্য।

৪৬৭ কিমি এর পথ ৫ঃ৩৫ ঘন্টা লাগে। বাসের ভিতরেই আছে ওয়াইফাই আর হেডফোন। 

 মাদ্রিদ  এয়ারপোর্ট থেকে  নেমে একই দিনে  আলিকান্তের পথে  আলসা  বাসে  টিকেট কাটতে খরচ হয়  ৪৮ ইউরো শুধুমাত্র যেতে। কিন্তু ২৪ ঘন্টা মাদ্রিদ থেকে পরের দিন গেলে খরচ হয় ১৬'৭৫ ইউরো। 

আলিকান্তের যে ভিলাতে কেটেছে জীবনের অনেকগুলো সময়, জীবনযুদ্ধের সংগ্রামী দিন আর রাত
থাকা
খাওয়া
গ্রীষ্মের প্রতি বিকেলে দল বেঁধে সুইমিং পুলের সাঁতার কাটা
অরিজিনাল স্যাম্পল, কাউন্টার স্যাম্পল,  ইউরপিয়ান ক্লায়েন্ট কমিউনিকেশন,  এশিয়ান সাপ্লাইয়ার কমিউনিকেশন, ল্যাপটপ , ডেক্সটপ ,  মোবাইল আর টেলিফোন  নিয়ে ১৬ থেকে ১৮ ঘণ্টা এক নাগারে  প্রফেশনাল কাজ করার সময়গুলো কেটেছে আলিকান্তের যে ভিলাতে,  সে ভিলার কিছু ছবিঃ












প্রফেশনাল কাজের প্রয়োজনে অনেক সময় কাটাতে হত কাইয়ে সান ফার্নান্দোতে অবস্থিত ক্যাসিনো মেডিতেররানিউ আলিকান্তে থেকে   ১০ থেকে ১২ মিনিটের হাঁটার পথ  হোটেল এল  আমোর এ, একটি স্প্যানিশ পরিবার দ্বারা চালিত এই হোটেলটি মারিনো দে আলিকান্তে থেকে ১.২ কিমি  এবং  নবম শতাব্দীর সান্তা বারবারা দুর্গ থেকে মাত্র ২.৬ কিমি দূরে অবস্থিত।
 ( হোটেল এল  আমোর এর ফ্রন্ট ডেস্কের সামনে কোন এক রাতে )

ব্রেকফাস্ট   সহ উজ্জ্বল, ফেং শুই-অনুপ্রাণিত কক্ষগুলি্তে আছে  টিভি, এসি,  রান্নাঘর সহ স্টুডিও স্যুট   এবং ডাইনিং টেবিল। 



নিজের ব্যবসার কার্যক্রম চালিয়েছি আলিকান্তের এভিনিদা খোয়ান সানচিজ কান্দেলার যে এপার্টমেন্টে,  যে এপার্টমেন্টে থেকে  দুইটা , কখনো তিনটা লাগেজ  সেডান গাড়ীতে নিয়ে ব্যবসায়িক কাজে ছুটে বেড়াতাম স্পেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেই এপার্টমেন্টের বারান্দা আর জানালা থেকে নেয়া তিনদিকের কিছু ছবিঃ





















তররেভিয়েখা, অরিহুয়েলা, এলচে, এলদা, ভিইয়েনা, এলকই, বেনিদরম, কাল্প, খাবিয়া আর দেনিয়া নিয়ে গঠিত এই আলিকান্তে প্রভিন্স। রাত্রি যাপনের জন্য এখানে আছে অনেক হোটেল ঃ

পাঁচ তারকা হোটেল ( Hotel Hospes Amérigo: 14,000 BDT+ /  Night, Asia Gardens Hotel & Thai Spa: 21,000 BDT+ /  Night  ,  Hotel Servigroup Montiboli : 16,000 BDT+ /  Night  )

চার তারকা হোটেল ( AC Hotel by Marriott Alicante, Hotel Areca Alicante-Elche ), 

তিন তারকা হোটেল ( Meliá Alicante: 9000 BDT+, B&B Hotel Alicante ( 3500 BDT+, Hotel Maya Alicante: 4800 BDT+ ), Hotel Castilla Alicante ), 

তারকাবিহীন হোটেল  ( Hotel Goya de Alicante: 2000 BDT+,  BARRIO BOUTIK HOTEL: 2800BDT+, Pension Portugal: 2600+, Habitaciones Casa Miguel: 2500 BDT+ ), 

ব্যাকপ্যাকিং হোস্টেল আর অত্যন্ত কম দামে থাকে  জন্য আছে পেনসন।

দীর্ঘমেয়াদী থাকার জন্য আছে  ভিলা আর এপার্টমেন্ট।

ট্যুরিজম আর ব্যবসার কাজে আলি কান্তে গেলে, সিটি সেন্টারে থাকাটাই ভাল।



প্রথম পর্ব শেষ


আমার আমি আমিতে- ভূমধ্য, বালেয়ারীয় আর আলবোরান এই তিন সাগরের পাড়ে স্পেনের আলিকান্তে ( পর্ব ২ )  চলমান..................................................................











Comments

Popular posts from this blog

কলকাতা ভ্রমণ

রুদা নদীর তীরে "সবুজ" শহর খ্যাত দক্ষিণপশ্চিম পোল্যান্ডের সিলেসিয়ান ভয়েডেডশিপের শহর রিবনিক ভ্রমণ

ইসলাম গ্রহণকারী প্রথম মঙ্গোল নেতা ও শাসক গোল্ডেন হর্দের প্রধান বারক খানের দেশ মঙ্গোলিয়া