With diplomats


On  Friday, May 10th, 2024, I had the distinct pleasure of meeting Mr. John Fay, the distinguished Commercial Counselor of the U.S. Commercial Service, Embassy of the U.S.A., Madani Avenue, Baridhara, Dhaka.









H.E. Güner Ureya 
Ambassador
 Embassy of the Republic of Kosovo in Dhaka
Date: March'2023


Mrs. Srimali Jayarathna
First Secretary ( Commercial )
High Commission of Sri Lanka Bangladesh
Date: Thu, 29th Sep'22



Mr. Tom Burge, Political Counselor of the British High Commission in Dhaka and Head of Political and Governance 
&
Ms. Anna Balance, Senior Climate Change and Environment Advisor at the British High Commission in Dhaka

At some point  photo session inside the conversation with them
Date: Sun, 18th Sep'22
Time: 11 am
Venue: At the residence of Mr. Robert Chatterton Dickson, British High Commissioner in Bangladesh on United Nations Road, Baridhara Diplomatic Zone


*******************************************************************



( In  between His Excellency Mr. Harry Varways, Hendrix Gerardus Johannes (Harry), Ambassador of the Netherlands to Dhaka since 2018 & Mr. Farooq Hasan, Honorable Consul General of Greece in Bangladesh & The Newly elected President of BGMEA)

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান এম্বাসী ঢাকার ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) মিজ জো অ্যান ওয়াগনারের সাথে।
তারিখ: বৃহস্পতিবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২০
সময়: ১৫:০০ ঘন্টা

Date: Thursday , 20th February 2020
Time: 15:00 Hours

With JoAnne Wagner , The  Deputy Chief of Mission,  United States Embassy in Dhaka, Bangladesh

Date: Thursday, 14th November 2019 
 with Ms. JoAnne Wagner, Deputy Chief of Mission ( DCM )
U.S. Embassy, Dhaka
The Deputy Chief of Mission is the second ranking official at an Embassy after the Ambassador.
The new Deputy Chief of Mission JoAnne Wagner. JoAnne Wagner assumed her position as Deputy Chief of Mission (DCM) at the United States Embassy in Dhaka, Bangladesh, on September 4, 2019.
Welcome DCM Wagner to U.S. Embassy Dhaka!

JoAnne Wagner assumed her position as Deputy Chief of Mission (DCM) at the United States Embassy in Dhaka, Bangladesh, on September 4, 2019.  A career member of the State Department’s Senior Foreign Service, she most recently led the United States Consulate General in Karachi, Pakistan, as Consul General.  Prior to her assignment in Pakistan, she served as a member of the Board of Examiners, helping to select the next generation of U.S. diplomats, and as the U.S. Assistance Coordinator in Kyiv, Ukraine, where she was responsible for coordinating U.S. government support activities with the Government of Ukraine and other donors.
Ms. Wagner previously served as Minister-Counselor for Political Affairs at the U.S. Mission to the European Union; Deputy Director of the Office of Pakistan Affairs in Washington; Deputy Counselor for Political-Military Affairs at the U.S. Embassy in Kabul, Afghanistan; and as Deputy Chief of Mission at the U.S. Embassy in Bujumbura, Burundi.  She has also served overseas at USNATO in Brussels, Belgium; U.S. Embassy London, United Kingdom; and U.S. Consulate General Krakow, Poland.
DCM Wagner has a Juris Doctor from Saint Louis University School of Law and a Masters in National Security Strategy from the National War College of the National Defense University.  She is a fan of Broadway musicals and the St. Louis Cardinals baseball team, and is an occasional amateur composer, whose first piece, a Christmas carol, debuted at Brussels’ Palais des Beaux Arts with a 100-voice choir and full symphony orchestra.
Deputy Chief of Mission, U.S. Embassy, Bujumbura, Burundi
U.S. Department of State
Dates Employed Nov 2007 – Jul 2009
Employment Duration1 yr 9 mos

Diplomat
Department of State/USNATO
Dates Employed1999 – 2010
Employment Duration11 yrs

Deputy Counselor for Political-Military Affairs
U.S. Embassy Kabul
Dates Employed 2009 – 2010
Employment Duration1 yr

Student
National War College
Dates Employed2010 – 2011
Employment Duration1 yr
M.S.. in National Security Studies

Counselor for Political Affairs
U.S. Department of State
Dates Employed Sep 2012 –2019
Employment Duration7 yrs 3 mos
LocationUnited States Mission to the European Union, Brussels

Minister-Counselor for Political Affairs
U.S. Department of State -- U.S. MIssion to the EU
Dates Employed Jul 2014 – 2019
Employment Duration5 yrs 5 mos
Location Brussels, Belgium


******************************************************************************

  
    


     Date: Tuesday, 14th January 2020
     Time: 15:30 Hours
     Venue: Embassy of the Sultanate of Oman in Bangladesh
                 House: 1, Road: 68, Gulshan 2, Dhaka 1212, Bangladesh

With H.E.  Taeeb Salim Al Alawi 
Ambassador of the Sultanate of Oman to Bangladesh
******************************************************

******************************************************

Image may contain: 2 people, including Shibly Sadiq, people standing, text that says 'The'
Date: Monday, 24th December 2019

With Mr. Joshua Kamp, Assistant Cultural Affairs officer

Public Affairs Section, U.S. Embassy, Dhaka

Date: Thursday, 14th November 2019 
 with Mr. Joshua Kamp
Assistant Cultural Affairs officer
Public Affairs Section
U.S. Embassy, Dhaka

******************************************************

Date: Thursday, 21st November 2019 
 with Ms. Arlissa M. Reynolds
Public Affairs Officer
U.S. Embassy, Dhaka

********************************************

হিজ এক্সেলেন্সি মি, হ্যারি ভারওয়েজ, হেন্ড্রিকাস জেরার্ডাস জোহানেস (হ্যারি) , ২০১৮ সাল থেকে ঢাকাস্থ নেদারল্যান্ডসের দুতাবাসের রাষ্ট্রদূত। জন্ম নিয়েছিলেন ১৯৬০ সালের ১৮ই জুন। ১৯৮৯ সালে লিডেন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশুনা করেছেন। ১৯৮৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগ দেন,নিউইয়র্কে কাজ শুরু করেন। বিয়ে করেছেন মনোবিজ্ঞানী ডঃ আকি ওকমা কে ।

# ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পলিসি এডভাইজার ছিলেন।

# # ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিরাপত্তা, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটি ডিরেক্টরেট এর পরিচালক ছিলেন।

# # # ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইন্সপেকশন এন্ড ইভ্যালুয়েশন অপারেশনাল ম্যানেজম্যান্ট এর ইন্সপেক্টর ছিলেন।

# # # # ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বুরুন্ডির বুজুম্বুয়ায় নেদারল্যান্ডসের দুতাবাসের রাষ্ট্রদূত ছিলেন।

# # # # # # ২০১৮ সাল থেকে বাংলাদেশের ঢাকাস্থ নেদারল্যান্ডসের দুতাবাসের রাষ্ট্রদূত ।




******************************************************




H.E. Leoni Margaretha Cuelenaere বাংলাদেশস্থ নেদারল্যান্ডসের মহামান্য রাষ্ট্রদূত :
* ১৯৫২ সালের ৭ই জুন নেদারল্যান্ডস এর আড্ডেনবার্গ এ জন্মগ্রহণ করেন। অ্যালেন রাসেল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
** ১৯৮৩ সালে দ্যা হেগ এ ডাচ সাহিত্য ও ভাষাবিদ্যায় মাস্টার্স করেন, ১৯৯১ সালে লিডেন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী নেন।

*** ১৯৮৮ সালে কৃষি মন্ত্রণালয়ের কর্মজীবন শেষে মিসেস কুয়েলেনের দ্যা হেগে অবস্থিত বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ে আইন বিষয়ক বিভাগের ডেপুটি হেড হিসাবে কাজ শুরু করেন।
**** ২০০০ সালে থেকে ২০০১ সাল পর্যন্ত দ্যা হেগ এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের হেড কনস্যুলার এন্ড লিগ্যাল এফেয়ারস।
***** ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত দ্যা হেগে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন।
.****** ২০০৪ সাল থেকে ২০০৮ পর্যন্ত জিম্বাবুয়ের হারারে ডেপুটি হেড অফ মিশন ছিলেন।
******* ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের মহামান্য রাষ্ট্রদূত ছিলেন।
******** ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইয়েমেনের সানাতে নেদারল্যান্ডসের মহামান্য রাষ্ট্রদূত ছিলেন।
********* ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রুয়ান্ডার কিগালিতে নেদারল্যান্ডসের মহামান্য রাষ্ট্রদূত ছিলেন।
********** ২০১৫- ২০১৮ সাল থেকে বাংলাদেশের ঢাকাতে নেদারল্যান্ডসের মহামান্য রাষ্ট্রদূত ছিলেন।

******************************************************



ধন্যবাদ ফারুক হাসান ভাই, ধন্যবাদ ভাবী। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আমার মত এক ক্ষুদ্রাতিক্ষুদ্রকে, ব্যস্ততার মাঝেও আপনাদের মুল্যবান সময় দেয়ার জন্য।
তিন সন্তানের জনক, শিল্পপতি জনাব ফারুক হাসান অনেক সফল পরিচয় সম্বলিত আইকন চরিত্র, যেমন সফল ব্যবসায়ী, আরএমজি নেতা, মহান ব্যক্তিত্ব, সুখী স্বামী ও পিতা, খুব ভালভাবে শিক্ষিত এবং আরও অনেক কিছু। বাবা একজন ব্যবসায়ী ছিলেন, ছিল ব্রিক ফিল্ড আর স্টীল মিল। জনাব ফারুক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 
ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৮২ সাল থেকে তিনি গার্মেন্টস শিল্পে তাঁর কর্মজীবন শুরু করেছেন এবং ব্যবসায়িক প্রতীক হয়ে ওঠে। তার স্ত্রী একজন ফ্যাশন ডিজাইনার।

জনাব ফারুক হাসান খেলাধুলা পছন্দ করেন। যখন রেসিডেন্সিয়াল মডেল স্কুল্লের ছাত্র ছিলেন, তখন প্রথম বিভাগে হকি খেলেছিলেন এবং ক্রিকেট খেলেছিলেন। ঐতিহাসিক এবং ঐতিহ্যগত জায়গা ভ্রমণ করতে ভালবাসেন।
জনাব ফারুক হাসানঃ
১। বাংলাদেশে নিযুক্ত গ্রীসের সম্মানিত কনসাল জেনারেল।

২। জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ।

৩। তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরপর দুই মেয়াদের জন্য নির্বাচিত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন, পরপর দুই মেয়াদের জন্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ২২ সেপ্টেম্বর ২০১৫ থেকে আজ পর্যন্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। তিনি বিজিএমইএর আরডিটিআই সেলের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ট্রেড ফেয়ারের সহ-সভাপতি এবং বেটেক্সপো স্ট্যান্ডিংয়ের দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেন। বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় এর ট্রাস্টি বোর্ড সদস্য,।

৫। ডাচ বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর সভাপতি।

৬। জার্মান চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট, ফ্রান্স ও সুইজারল্যান্ড চেম্বারের সাথে যুক্ত ছিলেন।

******************************************************

      ( গুলশান ২ এ হাই কমিশন অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কার হাই কমিশনার হিজ              এক্সেলেন্সি মি, ক্রিসান্তে দে সিলভা এর সাথে আমি।  ) 

******************************************************


( ছবিতে  বা দিক থেকে কামাল আহমেদ, Tourists of Bangladesh 🌴 এর এডমিন  মুসাফির গ্রুপের স্বত্বাধিকারী  জুবায়ের আহমেদ, হাই কমিশন অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কার ঢাকাস্থ  হাই কমিশনার হিজ এক্সেলেন্সি মি, ক্রিসান্তে দে সিলভা, Tourists of Bangladesh 🌴 এর এডমিন, পরিব্রাজক, মেন্টর, ট্র্যাভেল ব্লগার, উদ্যোক্তা পৃথিবীর পথে পথে ঘুরে ফেরা  শিবলী সাদিক, ইরতাজুল রহমান ঈমন, এবং হাই কমিশন অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কার ঢাকাস্থ সেকেন্ড  সেক্রেটারি ও হেড অফ  চ্যান্সারী  মি. সমীর জয়েস্কার।)

Comments

Brilliant move. Impressive ties with many dignatories.

Popular posts from this blog

কলকাতা ভ্রমণ

রুদা নদীর তীরে "সবুজ" শহর খ্যাত দক্ষিণপশ্চিম পোল্যান্ডের সিলেসিয়ান ভয়েডেডশিপের শহর রিবনিক ভ্রমণ

ইসলাম গ্রহণকারী প্রথম মঙ্গোল নেতা ও শাসক গোল্ডেন হর্দের প্রধান বারক খানের দেশ মঙ্গোলিয়া