Global business forum leaders


Syed Moazzam Hossain
President
The Australia Bangladesh Chamber of Commerce and Industry (ABCCI) 
for the 2023-2025 term



DATE: Friday, May 10th, 2024
The distinct pleasure of meeting Mr. Kabir Ahmed, the distinguished President (2023-2025) of the Bangladesh Freight Forwarders Association (BAFFA). 

& his impressive portfolio includes several key roles:
1. President of the International Air Express Association of  Bangladesh.
2. Secretary General of the Spain Bangladesh Chamber of Commerce & Industries (SBCCI).
3. Chairman of the World Freight Group (WFG).

Previously, Mr. Kabir Ahmed served as:
1. Director of the Japan Bangladesh Chamber of Commerce and Industries (JBCCI).
&
2. Director of the Bangladesh Shipping Agents Association (BSAA).






M.M. Obaydur Rahman
Founder & President of
Bangladesh-Nepal Chamber of Commerce & Industry (BNCCI)
Date: April'2024


 
From Nepal with:

1. Mr. Pramod Dahal 
    Sr. Vice President, NATTA
   Managing Director, Columbus Treks & Expeditions ( p) Ltd.

2. Mrs. Shradha Joshi
    Executive Member, NATTA
     Executive Director, A.N.T. 
&
3. Mr. Shiva Raj Pandey
Officer, Corporate Services Dept, N.T.B.

on Thursday 29 September 2022 at 2 PM


Faruque Hassan
Elected ( 2021-2023 ) President of BGMEA
Date: Sat,17th September 2022
Venue: Radisson blu Dhaka Water Garden
Time: 11:30 am






Mr. A.K. Saxena
President, Indian Importers Chambers of Commerce & Industries
Vice President, India-Vietnam Friendship Association
Chairman, IICCI Bangladesh Limited
Vice President, Yunnan Society for China-India Cooperation & Exchange
Date: Sat,17th September 2022
Venue: Radisson blu Dhaka Water Garden
Time: 11:00 am

*************************************************


Faruque Hassan
Elected ( 2021-2023 ) President of BGMEA
Date: Wed, AUG 31'2022 AT 11:30 AM



******************************************
      

Rafee Rafeuzzaman
President, Tour Operators Association of Bangladesh ( TOAB )
Rezaul Ekram
President of Bangladesh Inbound Tour Operators Association (Bd Inbound)


******************************************

        ( Mr. Rafee Rafeuzzaman)
President, Tour Operators Association of Bangladesh ( TOAB )
Principal, TOAB Training & Tourism Institution
Governing Body member at Bangladesh Tourism Board
Chairman, Standing Committee on Ministry of Civil Aviation & tourism at The Federation of Bangladesh Chambers of Commerce and Industry
President at Generation NHTTI
Permanent member at Mohammedan S.C.
Life Members at Red Crescent , Brahmanbaria

                  ******************************************

            Mr. Faruque Hassan, Elected ( 2021-2023 ) President of BGMEA






                              

Burgos Chamber of Commerce and Industry in Spain







Year: 2009 
  Latvian Chamber of Commerce and Industry
 Krišjāņa Valdemāra iela 35, Centra rajons, Rīga, LV-1010, Latvia



 

                                       Year: 2008
                       Bhutan Chamber of Commerce and Industry
                                                Doebum Lam Chubachu Thimphu, 11001, Bhutan


৩ জুলাই ২০১৮ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসের বিশ্ববিখ্যাত MGM Grand হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত কনভেনশনে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ শতবর্ষ প্রাচীন, জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত, মানবসেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ২০১৮-২০২০ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশির জন্য এই ধরণের বিজয় সত্যিই গর্বের। বিশ্বের দুই শতাধিক দেশের লায়ন নেতাদের অংশগ্রহণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০১তম ইন্টারন্যাশনাল কনভেনশনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হন তিনি।
লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্মদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য এবং শিল্প ও বাণিজ্য উপকমিটির চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের একজন সাবেক চেয়ারম্যান। বিশিষ্ট সমাজসেবক, বিদ্যানুরাগী ও শিল্পপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্মদ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও প্রত্যক্ষভাবে জড়িত।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা, সফল উদ্যোক্তা এবং বিশিষ্ট শিল্পপতি। 
শ্রেষ্ঠ সমাজসেবক এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদকে ড. এস ওয়াজেদ মিয়া স্বর্ণপদক-২০১৫ তে ভূষিত করা হয়েছে।

কাজী আকরামউদ্দিন আহমেদ সাধারণ চাকরিজীবী থেকে পরিণত হয়েছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি। বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাকাল থেকে পালন করছেন চেয়ারম্যানের দায়িত্বও। এছাড়া সম্প্রতি বাংলাদেশ, চিন, ভারত ও মিয়ানমারের ব্যবসায়ীদের আঞ্চলিক জোট বিসিআইএমের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন দেশের বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানের দায়িত্বও।
কাজী আকরাম উদ্দিন ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাস করেন। পরে দেশে ও বিদেশে নিয়েছেন বিভিন্ন পেশাদারি ডিগ্রি এবং প্রশিণ। ১৯৭৪ সালে যুক্তরাজ্য থেকে ব্যবস্থাপনায় করেছেন ডিপ্লোমা। ১৯৮০ সালে সুইজারল্যান্ড থেকে প্রশিণ নিয়েছেন শিল্প ব্যবস্থাপনা বিষয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে জগন্নাথ কলেজের প্রভাষক হিসেবে প্রথমে কর্মজীবন শুরু করেন। কিছুদিন শিকতা করে শিল্প খাতের প্রতিষ্ঠান মোহাম্মাদী স্টিলে ১৯৬৪ সালে ম্যানেজার হিসেবে প্রশাসনিক কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮১ সালে যখন চাকরি ছাড়েন, তখন তিনি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের জেনারেল ম্যানেজার।
সফল উদ্যোক্তা এবং দেশের বিশিষ্ট শিল্পপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। তিনি ইস্টার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, ব্রাইট স্টিল ওয়্যার রোপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ব্রাইট ট্রেডার এবং স্ট্যান্ডার্ড আইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতে প্রশিণ শিবিরে যাওয়ার সময় তিনি তার আদরের ছেলেকে হারান।
সৈয়দ মোয়াজ্জাম হোসেন কুমিল্লায় একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে জড়িত থাকার কারণে তার বাবা এইচএসসি পরে তার শিক্ষা খরচ বন্ধ করে দেন। অতএব অন্য কোন বিকল্প ছাড়া তিনি ১৯৬৯ সালে বিডব্লিউডিবি-তে চাকরি নেন এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস এস সম্পন্ন করেন।
১০ই মে ১৯৭৫ সালে তিনি একটি প্রাইভেট কোম্পানির সাথে যোগ দেন - যেখানে তিনি ব্যবসা সম্পর্কে শিখতে শুরু করেন। ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর তিনি চাকরি ছেড়ে চলে যান। ১৯৮০ সালে 3 হাজার 500 টাকা ঋণ গ্রহণ করে তিনি SEIKU ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি তৈরি করেন। অন্তর্নিহিত ধর্মীয় পারিবারিক পটভূমির কারণে তিনি সর্বদা নৈতিক ব্যবসা নীতিতে বিশ্বাস করেন এবং তার ব্যবসায়ে সততা ও স্বচ্ছতা প্রচারের সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি একজন ভাল সংগঠক এবং সামাজিক ব্যক্তি।
জনাব হোসেন খুব সোজা ব্যক্তি এবং এ্কজন ভাল বক্তা। তিনি বিশ্বাস করেন, মানবতার সেবা জীবনের সর্বোত্তম কাজ। যদিও তিনি একজন ব্যবসায়ী মানুষ তবে তিনি বেশিরভাগ সময় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বাণিজ্য সংস্থাগুলিতে ব্যয় করেনঃ
২০০২ -০৪ - ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নির্বাচিত পরিচালক।
২০০৬ -০৯ - ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নির্বাচিত পরিচালক।
২০০৫-০৬-বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) এর নির্বাচিত প্রেসিডেন্ট।
২০০৫-১০ - মনোনীত চেয়ারম্যান, স্থায়ী কমিটি (এফবিসিসিআই)
২০০৫-০৯ - মনোনীত মহাসচিব, বিএমসিসিআই
২০১০-১১ - নির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)
২০০১-০৬ - নির্বাচিত পরিচালক ফরাসি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি)
২০১২-১৪ - নির্বাচিত পরিচালক ফ্রাঞ্চ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি)
২০০১-০২ - নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ হ্যান্ডশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি
২০০৪-০৫ - নির্বাচিত নির্বাহী সদস্য বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি
২০১০-১১ - নির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশ রাবার গার্ডেন মালিক সমিতি (বিআরজিওএ)
২০১২ - ১৩ - বিএসইআরইএ নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য

জনাব সৈয়দ মোয়াজ্জাম হোসেন নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোর কর্ণধারঃ
রিলায়েন্স ইলেকট্রিক কোম্পানি লিমিটেড।
এসএমএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এসএমএইচ নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেড।
এসএমএইচ অ্যাগ্রো
লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 Rezaul Ekram, President of Bangladesh Inbound Tour Operators Association (Bd Inbound)

Lim Kok Sai, President, Malaysia My Second Home Agents Association ( Malaysia ) 

Comments

Unknown said…
কষ্ট করে না লিখলে এত তথ্য পেতাম কোথায়!ধন্যবাদ প্রিয় শিবলী ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ। সাথেই থাকুন

Popular posts from this blog

কলকাতা ভ্রমণ

রুদা নদীর তীরে "সবুজ" শহর খ্যাত দক্ষিণপশ্চিম পোল্যান্ডের সিলেসিয়ান ভয়েডেডশিপের শহর রিবনিক ভ্রমণ

ইসলাম গ্রহণকারী প্রথম মঙ্গোল নেতা ও শাসক গোল্ডেন হর্দের প্রধান বারক খানের দেশ মঙ্গোলিয়া